রহমত নিউজ 19 May, 2025 12:10 PM
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে শামছুল ইসলাম নামের ২৭ বছর বয়সী আরও এক বাংলাদেশি যুবককে গুলি করে আহত করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতীয় বাহিনীর গুলিতে আহত শামসুল উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
রবিবার (১৮ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শামছুল ‘চোরাচালানের উদ্দেশ্যে’ চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০-এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ ৫ রাউন্ড গুলিবর্ষণ করলে শামছুল ইসলামের কাঁধে এসে একটি গুলি লাগে।
চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, বিএসএফ রাতে ৫ রাউন্ড গুলি করে। সে (শামছুল) তখন গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের বেড়াসংলগ্ন থাকায় সেখানে গিয়েছিল।
তবে স্থানীয়রা জানান, শামছুলসহ আরও বেশ কয়েকজন তখন সীমান্তে গিয়েছিল। বিএসএফ গুলি করলে অন্যরা নিরাপদে পালিয়ে আসলেও শামছুলের কাঁধে গুলি লাগে। তিনি সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর